Home http://server7.kproxy.com/servlet/redirect.srv/sruj/shhzdcy/s7iwolzo/p1/servlet/redirect.srv/sruj/sjfltfogkfhkubwkgaao/p1/ পানি ও পয়ঃনিষ্কাশন

পানি ও পয়ঃনিষ্কাশন

পানি সরবরাহ :-

বর্তমানে পৌর এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা না থাকলেও আশা করা যাচ্ছে UGIIP-III প্রকল্পের মাধ্যমে কয়েক মাসের মধ্যেই এর ব্যবস্থা করা যাবে।

 

পয়:নিষ্কাশন :-

পৌর এলাকাকে ১০০% স্বাস্থ্য-সম্মত ল্যাট্রিন ব্যবহারকারী এলাকা হিসেবে ঘোষণা করা হলেও প্রকৃতপক্ষে এখনও ৫৫% পরিবার স্বাস্থ্য-সম্মত ল্যাট্রিন ব্যবহারের সুবিধা হতে বঞ্চিত। নিম্নে বিদ্যমান পারিবারিক স্যানিটেশন ব্যবস্থার তথ্য উল্লেখকরা হ’ল ঃ

১। বিদ্যমান পারিবারিক স্যানিটেশন ব্যবস্থা :
ক) সুয়্যারের (পয়ঃপ্রনালী) সাথে সংযোগপ্রাপ্ত পরিবারের শতকরা হার ঃ —%
খ) সেপটিক ট্যাংক আছে এরূপ পরিবারের শতকরা হার ঃ ৩০.৩৩%
গ) সোকওয়েল আছে এরূপ পরিবারের শতকরা হার ঃ ১৩.৬১%
ঘ) বায়ু চলাচল যুক্ত পিট ল্যাট্রিন আছে এরূপ পরিবারের শতকরা হার ঃ ২৯.৭৭%
ঙ) ঝুলন্ত ল্যাট্রিন আছে এরূপ পরিবারের শতকরা হার ঃ ৬.৩৩%
চ) ম্যানুয়াল সার্ভিস ল্যাট্রিন আছে এরূপ পরিবারের শতকরা হার ঃ —-%
ছ) অন্য ধরনের ল্যাট্রিন আছে এরূপ পরিবারের শতকরা হার ঃ ১২.২০%
জ) কোন ল্যাট্রিন নাই এমন পরবারের শতকরা হার ঃ ৮.৫%
ঝ) মোট পরিবারের সংখ্যা ঃ ১০০%

২। পৌরসভার বিদ্যমান পাবলিক টয়লেটের অবস্থা :
পৌর গন সৌচাগার ০২ টি পাবলিক টয়লেট আছে । ২টিই খাস আদায় হয় । বস্তি বা অন্য কোথাও এরূপ টয়লেট নেই।
নবীনগর পৌরসভার স্যানিটেশন সম্পর্কে চাহিদা ও বিদ্যমান অবস্থার পার্থক্য নিম্নে বর্ণিত হ’ল ঃ
চাহিদা- ১। স্বাস্থ্য বিভাগে জনবল নিয়োগ।
২। এডিপি বরাদ্দকৃত টাকার পরিমাণ বৃদ্ধি করা।
চাহিদা ও বিদ্যমান অবস্থার পার্থক্য (চাহিদা-বিদ্যমান ব্যবস্থা) ঃ
ক) প্রতি পরিবারের আলাদা টয়লেট
খ) সরকারী টয়লেট সুবিধা
গ) স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের টয়লেট সুবিধা
ঘ) হার্ডওয়ার পদ্ধতি (পরবহণ, পরিচ্ছন্নতা, পরিশোধন ইত্যাদি)
ঙ) অন্যান্য / সফ্টওয়ার / স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন