Home http://server7.kproxy.com/servlet/redirect.srv/sruj/shhzdcy/s7iwolzo/p1/servlet/redirect.srv/sruj/sjfltfogkfhkubwkgaao/p1/ স্বাস্থ্য সেবা

স্বাস্থ্য সেবা

বেইজ লাইন সার্ভে অনুযায়ী দেখা যায় যে, পৌরসভা কর্তৃক পরিচালিত কোন হাসপাতাল/ক্লিনিক/মাতৃসদন কেন্দ্র/পরিবার পরিকল্পনা কেন্দ্র/যক্ষা ক্লিনিক নেই। পৌরবাসী জেলা সদর হাসপাতাল ও অন্যান্য বেসরকারী সংস্থা কর্তৃক পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র হতে স্বাস্থ্য সেবা গ্রহণ করে থাকে।

পৌরসভার অভ্যন্তরে চিকিতসা কেন্দ্রের পরিমাণ :

১. সরকারী হাসপাতালের সংখ্যা ০১
২. সরকারী চিকিৎসা কেন্দ্রের সংখ্যা ৩
৩. বেসরকারী চিকিৎসা কেন্দ্রের সংখ্যা ২৪
৪. ডায়াবেটিস কেন্দ্রের সংখ্যা ০১
৫. মাতৃমঙ্গল/প্রসূতি কেন্দ্রের সংখ্যা ০৬